হোম > সারা দেশ > নরসিংদী

কোটি টাকার লটকনের হাট

হারুনূর রশিদ, রায়পুরা (নরসিংদী) 

শত শত ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ওপর। এতে সৃষ্টি হয়েছে যানজট। দেখেশুনে ধীরে ধীরে পার হচ্ছে যানবাহন। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল সমতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র এখন প্রতিদিনের।

মূলত বর্ষার আগে-পরে মিলিয়ে তিন মাস; জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা লটকন ওঠার মৌসুম। আর ভ্যান ও রিকশাযোগে লটকন আনা হচ্ছে মরজাল সমতা বাজার এলাকায় বসা পাইকারি হাটে।

এ তিন মাস বাজার ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয় বাজার। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত এ হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন কেনাবেচা হয়।

বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পাইকার আসেন এ হাটে। তাঁরা দেখেশুনে পছন্দমতো লটকন কিনে চলে যান। চলতি বছর ফলন ও দামেও খুশি তাঁরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার টন। এখন পর্যন্ত ভালো ফলন ও দামে খুশি চাষিরা।

গতকাল সকালে গিয়ে দেখা যায়, মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর হাট। ক্রেতারা দরদাম হাঁকছেন। 
ক্রেতা-বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতি মণ লটকন ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখানকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে।

গিলাবের গ্রামের চাষি দুলাল মিয়া বলেন, শুরুতে লটকন প্রতি কেজি ১২০-১৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কুমিল্লার দাউদকান্দি থেকে আসা পাইকার গৌতম বলেন, ‘আমি প্রতিদিন লটকন কেনার জন্য আসি। আমার মতো অনেকে আসেন। কিনে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করি। আজ গড়ে ১০০ টাকা কেজি দরে কিনেছি।’

মরজাল সমতা বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হক খান দুলাল বলেন, ৪০ বছর ধরে চলা এ হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা আসেন। ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত জমজমাট থাকে। এ হাট তিন মাস পর্যন্ত থাকে। হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন বিক্রি হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক