হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে প্রথম প্রহরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

ঢাবি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেক কেটে উদ্‌যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের সমন্বয়ে এ জন্মদিন উদ্‌যাপন করা হয়। 

এ আয়োজনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কেক কাটার পর উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নামের হলে প্রথম প্রহরে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদ্‌যাপন করা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধুর শুধু জন্মদিন পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে বঙ্গবন্ধুকে ধারণ করার আহ্বান জানান তিনি। 

জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হল হলের প্রাধ্যক্ষ ড. বদরুজ্জামন ভূঁইয়া কাঞ্চন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে