হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে প্রথম প্রহরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

ঢাবি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেক কেটে উদ্‌যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের সমন্বয়ে এ জন্মদিন উদ্‌যাপন করা হয়। 

এ আয়োজনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কেক কাটার পর উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নামের হলে প্রথম প্রহরে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদ্‌যাপন করা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধুর শুধু জন্মদিন পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে বঙ্গবন্ধুকে ধারণ করার আহ্বান জানান তিনি। 

জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হল হলের প্রাধ্যক্ষ ড. বদরুজ্জামন ভূঁইয়া কাঞ্চন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯