হোম > সারা দেশ > ঢাকা

‘ব্যাটারিচালিত যানবাহন আটক আদালত অবমাননার শামিল’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাটারিচালিত যানবাহন আটক করা আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ সোমবার সকালে ধানমন্ডি-১৯ নম্বর এর স্টার কাবাবের সামনে ব্যাটারিচালিত রিকশা আটক বন্ধ, সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত হাজার শ্রমিকের মানবপ্রাচীর কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা। 

বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরেও কিছু অসাধু ট্রাফিক কর্মকর্তা ব্যাটারিচালিত যানবাহন আটক করছে। তাদের এই কাজ আদালত অবমাননার শামিল। আদালতের আদেশ অমান্যকারী অসৎ এই সকল কর্মকর্তার অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করতে হবে। 

বক্তারা আরও বলেন, অবিলম্বে নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, অসাধু বাজার সিন্ডিকেটের কারণে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তখন কিছু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তার লুটপাটের স্বার্থে গরিব মেহনতি মানুষের উপার্জনের মাধ্যম কেড়ে নেওয়া হচ্ছে। জরিমানার টাকা দিতে না পেরে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকের আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এই অবস্থায়ও সরকার বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান না করে লুটপাটকারীদের সহায়তা করছে। 

এ সময় বক্তারা ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-লুটপাট বন্ধ, সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান। 

সুমন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাকিম মাইজভান্ডারি, কেন্দ্রীয় সংগঠক লিটন নন্দীসহ প্রমুখ।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল