হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার বিলাসদী, রায়পুরা উপজেলার দড়িহাইরমারা ও শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নরসিংদীর ১০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)। আর গুরুতর আহত রফিকুল ইসলামকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পেছন থেকে ওঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুরে নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বেলা ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু