হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে রায়পুরা থানার পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলে ওই যুবককে আটক করা হয়। 

জানা গেছে, গত সোমবার ৪টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। 

আটক সোহেল মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর মধ্যপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার স্কুল ছুটির পর ওই ছাত্রী একা একা বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তার পাশে ওত পেতে থাকা ওই যুবক শিশুটিকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে পাশের ঝোপ ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে সেদিন ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি। পরে মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে গিয়ে অসুস্থ বোধ করলে বিষয়টি বান্ধবীকে জানায়। বান্ধবীর মাধ্যমে বিষয়টি স্কুলশিক্ষিকা জানতে পারেন। স্কুলশিক্ষিকা ভুক্তভোগী শিশুর মাকে স্কুলে ডেকে এনে বিষয়টি জানান। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওই যুবককে আটক করে। 

ভুক্তভোগীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পর থেকে মেয়েকে ডিস্টার্ব করে আসছিল। সে সম্পর্কে আমার মেয়ের চাচাতো ভাই হয়। আমার মেয়ের মতো তারও একটি মেয়ে আছে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।’ 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।’ 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯