হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম রাজু (১৭)। সে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে। ওই কিশোর পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

এর আগে গত ১২ মার্চ রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু।

ইজিবাইক গ্যারেজ মালিক বাবুল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার রাতে তারাবি নামাজ শেষে ১০টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় বাবুল। বুধবার সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়, বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি। বুধবার সারা দিন তার অপেক্ষায় থাকার পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ জিডি করার পরামর্শ দেয়। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনো পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় দুদিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়। আমরা মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সাইফুল আরও বলেন, ‘সম্ভাব্য খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্র এই কাজ করে থাকতে পারে আমাদের ধারণা। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট