হোম > সারা দেশ > ঢাকা

গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৈরি সরকারের প্রধান কাজ নির্বাচন না: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী ফরিদা আখতার। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আজকের পত্রিকার সঙ্গে তিনি আজ শুক্রবার কথা বলেছেন । 

এ সময় এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এক নয়।’ অন্তর্বর্তী সরকার আর কেয়ারটেকার সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘আগে যেটা হতো, একটা সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো। তারা রুটিন ওয়ার্ক করত। কিন্তু এটা একটা গণ-অভ্যুত্থান এবং আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া সরকার। কাজেই এর প্রধান কাজ নির্বাচন না। এর প্রধান কাজ হলো যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোকে অ্যাড্রেস করা। নির্বাচন তার মধ্যে একটা। সময়মতো আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব।’ 

তিনি বলেন, ‘এটা ছাত্র-ছাত্রীদের আন্দোলন থেকে গড়ে ওঠা একটা সরকার। আমাদের প্রথম কাজ হচ্ছে—বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েট যেগুলো করা প্রয়োজন সেগুলো আগে অ্যাড্রেস করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখা।’

শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছেন, রাষ্ট্র সংস্কারের জন্য কী কী করা জরুরি বলে মনে করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘমেয়াদি কাজ এবং বড় কাজ। এটাকে মাথায় রেখে ইমিডিয়েট যে সমস্যাগুলো আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, পাশাপাশি নানা রকম যে অসুবিধাগুলো তৈরি হয়েছে, সেগুলো আমরা আগে দেখব। আমাদের প্রথম কাজ হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর দীর্ঘমেয়াদিগুলো নিয়ে কাজ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট