হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী রোহান (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার মামাতো ভাই মোটরসাইকেলচালক তানিম (১৮) আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মাগরিবের নামাজের পর চালাকচর বাজার থেকে কেনাকাটা করে মামাতো ভাই তানিমের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল রোহান। হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকায় গেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রোহানের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা