হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীতে ভিড় কম, মহাসড়কে জ্যাম নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদ যাত্রার ভিড় নেই তেমন। মহাসড়কে যানবাহনের চাপ না থাকায় বিভিন্ন জেলার বাস সময় মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কাউন্টারের কর্মীরা।

আজ বুধবার রাত ১০টার দিকে টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। কাউন্টারগুলোতেও যাত্রীদের তেমন চাপ নেই।

বাস পরিচালনা কর্তৃপক্ষরা বলছেন, রাস্তায় চাপ কম। ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো বাস রাস্তায় আটকা পড়েনি। যার ফলে বাসগুলো নির্দিষ্ট সময়েই কাউন্টার ছেড়ে যাচ্ছে।

নওগাঁ থেকে ফিরে আসা শ্যামলী এনআরের চালক মোতালেব জানান, সাধারণত ঢাকার প্রবেশমুখে জ্যাম থাকে। গাজীপুরের চন্দ্রা, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কেও গাড়ি আটকে থাকে। তবে আজ এই মহাসড়ক ধরে তিনি একটানে চলে এসেছেন। এই বাস চালক বলেন, তবে বিকেলের দিকে যানবহনের চাপ বেড়ে যাওয়ায় ধীরগতি ছিল। কিন্তু কোথাও দাঁড়াতে হয়নি।

কুষ্টিয়াগামী রাত ১২টার বাসের জন্য অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী সিফায়েত মাহমুদ বলেন, গত কোরবানির ঈদে যমুনার দুই পাড়ে দুই ঘণ্টা করে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু এখন তিনি গুগল ম্যাপস ঘেঁটে দেখেছেন রাস্তায় তেমন চাপ নেই। এবার ঈদ যাত্রা ভালো হবে বলেই আশা করছেন।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালের পর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত একটু পরপর সারিবদ্ধভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা দাঁড়িয়েছেন টার্মিনাল ছেড়ে আসা বাসগুলোকে এই জায়গার মধ্যে দাঁড়াতে দিচ্ছেন না। আমিনবাজার ব্রিজ পার হয়ে ফাঁকা জায়গায় কয়েকটি লোকালবাস ও ট্রাক অস্থায়ী স্ট্যান্ড করে রয়েছে। টিকিট ছাড়া যাত্রীদের নিয়ে সেখান থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

এর মধ্যে সাভার বাজার পর্যন্ত সড়ক অনেকটাই ফাঁকা। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঈদে ঘরমুখী মানুষদের নিয়ে ছুটছে বাসগুলো।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন