হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফের থানায় রাসেল 

নিজস্ব প্রতিনিধি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া দশটার দিকে প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়।

ডিএমপির গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম জানান, অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ায় সুস্থ বোধ করেন।

ওহিদুল ইসলাম আরও বলেন, ঢাকা মেডিকেল থেকে পাওয়া তথ্যে রাত সোয়া দশটার দিকে রাসেলকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগের কোনো কার্যক্রম চলমান নেই। তাই মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।  রাত ১২টার দিকে সেখান থেকে আবারও থানায় ফেরানো হয়। এখন তিনি থানাতেই আছেন।

ইভ্যালির সিইও রাসেল (৩৭) এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে (৩৫) তাঁদের মোহাম্মদপুরের বাসা থেকে গত বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করে র‍্যাব। গতকাল শুক্রবার তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বুধবার গুলশান থানায় তাদের বিরুদ্ধে এক ভুক্তভোগী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন। রাসেল ২০১৮ সালের ডিসেম্বরে ইভ্যালির কার্যক্রম শুরু করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট