হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে নিহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রাইভেট কার ও ভ্যানের সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেট কারের তিনজন যাত্রী। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিকরুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেট কার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ভ্যানচালক জিকরুল ও প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হন। 

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। 

এসআই হাসানুজ্জামান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে জিকরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কার জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল