হোম > সারা দেশ > গাজীপুর

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: কাশিমপুর কারাগারে জঙ্গির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এক মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যু হয় বলে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান।

মৃত আবুল হোসেন খোকন (৫৫) বরিশালের কোতোয়ালির রাজধর এলাকার আব্দুল খালেকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে তিনি (খোকন) অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আমিরুল ইসলাম আরও বলেন, আবুল হোসেন খোকনের বিরুদ্ধে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা এক মামলা ছাড়াও মুকসুদপুর থানাসহ বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

‘শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলার বিচারে অনেকের মৃত্যুদণ্ড হলেও খোকন সেগুলোর কোনোটার আসামি নন।’

২০০৬ সাল থেকে তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০১৬ সাল থেকে তিনি কাশিমপুরে আছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’