গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. কফিল উদ্দিন মণ্ডল (৬০) মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু।
কফিল উদ্দিন মণ্ডল শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের মৃত আছর আলী মণ্ডলের ছেলে। শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
মৃতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে কফিল উদ্দিন হার্টের সমস্যায় ভুগছিলেন। তাই গত কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কফিল উদ্দিন।