হোম > সারা দেশ > ঢাকা

রানা প্লাজা ধসের ৮ বছর, কবে ফুরাবে বিচারের অপেক্ষা

সাভার (ঢাকা): ঢাকার সাভারে রানা প্লাজা ভবন ধসের ৮ বছর পূর্ণ হল আজ। নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও নিহত শ্রমিকেদের স্বজনরা।

আজ শনিবার সকাল ৭টা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

এসময় নিহতদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষাব্যবস্থাসহ নানা দাবি উপস্থাপন হয়। সবশেষে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ক্ষতি পূরণের দাবি জানান শ্রমিন নেতা, আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ, রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, ল্যাম্প পোস্ট, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণমুক্তি গানের দল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে রানা প্লাজা ধসের ৮ বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সাভারে রানা প্লাজার ৮ তলা ভবন ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে। এ ঘটনায় ১ হাজার ১০০–এর পোশাক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও সহস্রাধিক। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা কারাগারে রয়েছেন। কিন্তু সেই মামলার বিচারকাজ এখনও শেষ হয়নি।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে রানা প্লাজা নির্মাণের অভিযোগে মামলা দায়ের করেছিল। এ মামলায় সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৬ এপ্রিল অভিযোগপত্র দেয় সিআইডি। ওই বছরই আদালত অভিযোগ গঠন করেন। কিন্তু মামলাটির সাক্ষ্যগ্রহণ এখনও শুরু হয়নি।

আর ভবনের নকশা–সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া