হোম > সারা দেশ > ঢাকা

মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাতে রাজধানীর ৮ এলাকায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ যানবাহন শনাক্ত করে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাতে রাজধানীর আটটি এলাকায় অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ রোববার একযোগে শুরু হওয়া এই অভিযানে মেয়াদোত্তীর্ণ, ফিটনেস ও ট্যাক্স টোকেনবিহীন যানবাহন শনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

গত জুনে বাস ও ট্রাকের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। এতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানের মতো মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবে না বলেও জানিয়েছিল বিআরটিএ।

এরই অংশ হিসেবে আজ অভিযানে নামে সংস্থাটি।

অভিযান চলাকালে বিআরটিএর এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলাচলের উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বিআরটিএর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের আহ্বান জানানো হয়।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না