হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাত হারানো শিশুকে ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানা মালিককে তলব

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদ। ফাইল ছবি

ওয়ার্কশপের কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় কারখানার মালিককে তলব করেছেন আপিল বিভাগ। তাঁকে আগামী ২১ এপ্রিল আদালতে হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

ওয়ার্কশপে কাজ করার সময় হাত হারায় ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাঈম হাসান। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে নাঈমের বাবা আনোয়ার হোসেন রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ৩০ জানুয়ারি রুল নিষ্পত্তি করে রায় দেওয়া হয়।

হাইকোর্টের রায়ে নাঈমের নামে ব্যাংক হিসাবে ৩০ লাখ টাকা স্থায়ী আমানত করে দিতে কারখানা মালিক ইয়াকুব হোসেনকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে উচ্চমাধ্যমিক পাস না করা পর্যন্ত শিশুটিকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান ইয়াকুব হোসেন। তবে আপিল বিভাগ গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের রায় বহাল রাখেন। এরপরও টাকা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।

ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানোর ঘটনায় ২০২০ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে নাঈমের বাবা কর্মহীন হয়ে পড়েন। ওই সময় বাধ্য হয়ে নাঈমকে কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপের কাজে দেন তার মা-বাবা।

মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, তাকে দিয়ে চা এনে দেওয়ার কাজ করানো হবে। তবে পরবর্তী সময় মালিক তাকে দিয়ে ড্রিল মেশিন চালানোর কাজও করান। কাজ করতে গিয়ে শিশুটির ডান হাত মেশিনে ঢুকে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট