হোম > সারা দেশ > গাজীপুর

কারখানায় চাকরির সাক্ষাৎকারের লাইন ঠেকল সড়কে, ২ নারী প্রার্থীকে চাপা দিল ট্রাক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় চাকরির জন্য সাক্ষাৎকার চলছিল। চাকরিপ্রত্যাশীদের লাইন মূল ফটকের বাইরে পর্যন্ত চলে আসে। সেখানে অনেকের সঙ্গে অপেক্ষা করছিলেন রোজিনা ও আশা নামের দুই নারী। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। 

পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন রোজিনা আক্তার বিপাশা (২৬) ও আশা আক্তার (২২)। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী এবং আশার বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, আজ সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউয়ের জন্য কারখানার গেটের বাইরে, রাস্তার পাশে আরও অনেকের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন রোজিনা ও আশা। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশাও মারা যায়। 

এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে কোনাবাড়ীর বাইপাইল এলাকায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রাস্তার পাশে অন্যদের সঙ্গে অপেক্ষায় থাকা দুই নারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় জড়িত ট্রাকের চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন