নরসিংদীর শিবপুরে ছোট ভাই তারেক ভূঁইয়ার (২৪) কাঠের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত তারিকুল ভূঁইয়া (২৭) আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূঁইয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এ সময় তার মা তারিকুলকে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীরকে (৯) রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে মারধর করতে থাকেন তারিকুল। মায়ের চিৎকারে পাশের কক্ষে থাকা ছোট ভাই তারেক এসে বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।