হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীর ওষুধ আনতে বের হয়ে নিখোঁজ, পরদিন ভুট্টাখেতে মরদেহ

প্রতিনিধি (ঢাকা) ধামরাই

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের একদিন পর ভুট্টাখেত থেকে মো. মনির হোসেন (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মনির হোসেন গতকাল রোববার বিকেল ৪টার দিকে স্ত্রীর ওষুধ কেনার জন্য কালামপুর বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিহত মনির হোসেন উপজেলার রোয়াইল ইউনিয়নের আটিমাইঠান গ্রামের মৃত হাজি ইসরাফিলের ছেলে। তবে তিনি সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া গ্রামের শ্বশুর ফজলুল হকের বাড়িতে থেকে কালামপুর বিসিক শিল্পনগরীর ভ্যালেন্টেড কারখানায় চাকরি করতেন।

নিহতের পরিবার বলছে, মনির হোসেন তার স্ত্রীর জন্য ওষুধ আনার কথা বলে গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে কালামপুর বাসস্ট্যান্ডে যায়। কিন্তু সেই রাতে আর তিনি বাড়ি ফিরে আসেন নি। আজ সোমবার আত্মীয়–স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেলে দুপুরের দিকে তাঁর ছেলে রেজোয়ান ধামরাই থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। 

পরে বিকেলের দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকার একটি ভুট্টা খেতের পাশ দিয়ে এক কৃষক জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখেন ভুট্টা খেতের ভেতরে মনির হোসেনের মরদেহ পড়ে আছে। পরে ওই কৃষক চিৎকার করে এলাকার লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। 

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রশিদ বলেন, ‘ভুট্টা খেত থেকে মনির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য রাত সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনায় ধামরাই থানায় কোনো মামলা করেননি নিহতের স্বজনেরা। 

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ