রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
গতকাল বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
পিজিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোওয়াট ভোল্টের (কেভি) সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কাজ করা হবে। এতে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর, বিজয়সরণিসহ আরও কিছু এলাকা।