হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে লাল কাপড় বেঁধে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দুপুর সাড়ে ১২টার পুরান থানা এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে বসে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কার শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াট, ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদ ও হত্যার বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা বিক্ষোভের সময় পুলিশ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। উভয় পক্ষ নিরাপদ দূরত্বে অবস্থান করায় কোনো সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। 

কোটা আন্দোলনের কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম বলেন, ‘ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান