হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে লাল কাপড় বেঁধে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দুপুর সাড়ে ১২টার পুরান থানা এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলে মাথায় লাল কাপড় বেঁধে সড়কে বসে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কার শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াট, ছাত্রলীগ, যুবলীগের হামলার প্রতিবাদ ও হত্যার বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা বিক্ষোভের সময় পুলিশ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। উভয় পক্ষ নিরাপদ দূরত্বে অবস্থান করায় কোনো সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। 

কোটা আন্দোলনের কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম বলেন, ‘ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন