হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের পুকুর থেকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন ওই পুকুর থেকে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ওই কিশোর দক্ষিণখানের গাওয়াইর তেঁতুলতলা এলাকার ২০১ নম্বর বাসার মো. তুহিনের ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা। 

তিনি বলেন, দুপুরের দিকে তিন-চারজন ছেলে-পেলে গোসলের জন্য পুকুরে নেমেছিল। গোসল শেষে বাকিরা চলে যায়, কিন্তু ইয়াসিনকে পাওয়া যাচ্ছিল না। এরপর তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুকুর পাড়ে এসে ছেলের স্যান্ডেল দেখতে পান। তখন তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। 

ওসি আজিজ আরও বলেন, ‘ইয়াসিনের সঙ্গে পুকুরে গোসলে নামা দুই ছেলের সঙ্গে আমরা কথা বলেছি। ওরাও মনে করেছিল, গোসল শেষ করে ইয়াসিন বাসায় চলে গেছে। কিন্তু পরে ইয়াসিনের বাবা-মা জানিয়েছে, সে সাঁতার জানত না।’ 

ওসি আজিজ বলেন, এ ঘটনায় নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার