হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের পুকুর থেকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন ওই পুকুর থেকে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ওই কিশোর দক্ষিণখানের গাওয়াইর তেঁতুলতলা এলাকার ২০১ নম্বর বাসার মো. তুহিনের ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা। 

তিনি বলেন, দুপুরের দিকে তিন-চারজন ছেলে-পেলে গোসলের জন্য পুকুরে নেমেছিল। গোসল শেষে বাকিরা চলে যায়, কিন্তু ইয়াসিনকে পাওয়া যাচ্ছিল না। এরপর তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুকুর পাড়ে এসে ছেলের স্যান্ডেল দেখতে পান। তখন তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। 

ওসি আজিজ আরও বলেন, ‘ইয়াসিনের সঙ্গে পুকুরে গোসলে নামা দুই ছেলের সঙ্গে আমরা কথা বলেছি। ওরাও মনে করেছিল, গোসল শেষ করে ইয়াসিন বাসায় চলে গেছে। কিন্তু পরে ইয়াসিনের বাবা-মা জানিয়েছে, সে সাঁতার জানত না।’ 

ওসি আজিজ বলেন, এ ঘটনায় নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ