বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনালের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পূর্বের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হকসহ বোর্ডের আট সদস্যের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন।
শিক্ষাসচিব, মেয়র আতিকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল। আজ মঙ্গলবার আইনজীবী জামিউল হক ফয়সাল আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে। আর আগের কমিটির সবাইকে বাদ দেওয়া হয়েছে।