হোম > সারা দেশ > ঢাকা

আদালত বর্জনের চিঠির বিষয়ে বিএনপির ২ আইনজীবীকে আপিলে তলব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করে, প্রধান বিচারপতিকে এমন বক্তব্য সংবলিত চিঠি দেওয়ায় দুই আইনজীবীকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ১১ জানুয়ারি সশরীরে হাজির হয়ে তাদেরকে চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইন অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। 

আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। 

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত ১ জানুয়ারি প্রধান বিচারপতিকে চিঠি দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসীন রশিদ ও সদস্যসচিব শাহ আহমেদ বাদল। 

চিঠির বক্তব্য আপিল বিভাগের বিচারপতিদের নজরে আসলে বুধবার স্বপ্রণোদিত হয়ে তাদের তলব করা হয়। আপিল বিভাগ আদেশে বলেন, এই চিঠির বক্তব্য বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ