হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খিলগাঁও সি ব্লক আনসার সদর দপ্তরসংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে ড্রয়িংরুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে ফাঁসির কারণ জানাতে পারে নাই পরিবার। 

মৃত বনি ইয়াসমিনের ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, বনি মাগুরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁদের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফরিঘরিয়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। সাত বোনের মধ্যে বনি ছিলেন ৬ নম্বর। 

তিনি আরও জানান, গত বিশ দিন আগে খিলগাঁওয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। গত রাতে বড় বোন মিরুন্নাোরের সঙ্গে রাতের খাবার খায়। এরপর রাত ১টার দিকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখি বনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে থানা-পুলিশকে খবর দিই। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি তারা।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩