হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মহিলা পরিষদের মৌন প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ মহিলা পরিষদের মৌন প্রতিবাদ মিছিল। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এবং ধর্ষণের বিচারের দাবিতে মৌন প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্ষণের মত জঘন্য অপরাধের বিচার করার জন্য সমাজ প্রস্তুত না। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আজকে খুব ক্ষীণভাবে হলেও ধর্ষণের ঘটনার বিচারের জন্য সকলের মধ্যে জাগরণ দেখতে পাচ্ছি। এই জাগরণকে ধরে রাখতে হবে, ধর্ষণের ঘটনায় যুক্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার নারী ও কন্যাকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

ধর্ষণ পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ উল্লেখ করে ফওজিয়া মোসলেম বলেন, এই পুরুষতান্ত্রিকতাকে ভাঙতে নারীর হাতেও ক্ষমতার অংশীদারত্ব দিতে হবে। সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার দিতে হবে। নারী ও পুরুষ উভয়কে মানুষ হিসেবে ভাবার সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এই বিকাশের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, দেশজুড়ে ক্রমাগত নারী ও কন্যার প্রতি ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। ধর্ষণের মতো এই সহিংসতা মোকাবিলা করতে ও সকলকে সচেতনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন—মহিলা পরিষদের সহসভাপতি মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম প্রমুখ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক