ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রের সাতটি বুথে দেড় ঘণ্টায় ছয়টি ভোট পড়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৮৮ নম্বর কেন্দ্র ঘুরে জানা গেছে, কেন্দ্রের বাইরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেলেও কেন্দ্রের ভেতরের চিত্র ছিল ভিন্ন। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই কেন্দ্রের সাতটি বুথে ভোট পড়েছে মাত্র ছয়টি।
১৮৮ নম্বর কেন্দ্রটি শুধু নারী ভোটারদের জন্য নির্ধারিত। এই কেন্দ্রের সাতটি বুথে নারী ভোটারের সংখ্যা ২ হাজার ৬০৫।
চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৮৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল আমিন বলেন, ‘আজ সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে বিধায় ভোটার উপস্থিতি কম। আশা করা যাচ্ছে, দুপুরের মধ্যে ভোটার উপস্থিতি বাড়বে।’