হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক আবুল কাশেমকে আটক করেছে এবং মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসের চট্টগ্রাম মেট্রো ট ১১-৩৬৯২ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিহত নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। নিহার খিলক্ষেতে এবং আশরাফ আলী কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খিলক্ষেতের বনরুপা এলাকার মহাসড়ক পরিষ্কার করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

তিনি আরও বলেন, ‘ঘাতক চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে এবং চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

একজন ট্রাফিক সার্জেন্ট জানান, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানটি দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি