হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক আবুল কাশেমকে আটক করেছে এবং মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসের চট্টগ্রাম মেট্রো ট ১১-৩৬৯২ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিহত নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। নিহার খিলক্ষেতে এবং আশরাফ আলী কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খিলক্ষেতের বনরুপা এলাকার মহাসড়ক পরিষ্কার করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

তিনি আরও বলেন, ‘ঘাতক চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে এবং চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

একজন ট্রাফিক সার্জেন্ট জানান, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানটি দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ