৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদ্যাপিত হবে। এই রাতে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পর দিন ভোর ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। ডিএমপি অ্যাক্ট অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।