হোম > সারা দেশ > ঢাকা

অনলাইন পোর্টাল চালুর আগে নিতে হবে নিবন্ধন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ‘পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এ ছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব, আমরা আলোচনা করেছি আগামী বছর থেকে কোনো অনলাইনকে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।’ 

১ হাজার ৩০০-এর বেশি পত্রিকার ডিক্লারেশন নেওয়া আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ৪০০ পত্রিকাকে চিহ্নিত করেছি ছাপা হয় না, হঠাৎ হঠাৎ ছাপা হয়। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব পত্রিকা বিজ্ঞাপন ও নিউজপ্রিন্টে ভাগ বসাচ্ছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকার অর্থে সাংবাদিকেরা উপকৃত হবেন। 

মন্ত্রী বলেন, `কিছু পত্রিকা হঠাৎ হঠাৎ বের হয়, যেদিন ক্রোড়পত্র পায় সেদিন বের হয়। এসব পত্রিকার সম্পাদক যিনি, তিনিই রিপোর্টার, তিনিই প্রকাশক, তাঁর একটা ব্রিফকেস আছে, পত্রিকাও ব্রিফকেসবন্দী; ব্রিফকেসে করে সেই পত্রিকা অফিসে অফিসে বিলি করে বেড়ান। আমরা এগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ২১০টির ব্যাপারে ডিসিদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। আরও ২০০-এর বেশি আছে। সেগুলো চিহ্নিত করা হয়েছে, ধীরে ধীরে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' 

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার প্রচারসংখ্যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রচারসংখ্যা বলা আছে ১ লাখ, ছাপায় ৫ হাজার। ১ লাখ ২০ হাজার প্রচারসংখ্যা বলে ছাপায় ২ হাজার। আমরা সেখানেও একটি শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছি। এ রকম অবাস্তব, ভৌতিক প্রচারসংখ্যা যুগের পর যুগ চলতে থাকবে, সেটি হয় না। সেখানেও একটা শৃঙ্খলা আমরা আনার চেষ্টা করছি।'

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু