হোম > সারা দেশ > ঢাকা

অনলাইন পোর্টাল চালুর আগে নিতে হবে নিবন্ধন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ‘পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এ ছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব, আমরা আলোচনা করেছি আগামী বছর থেকে কোনো অনলাইনকে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।’ 

১ হাজার ৩০০-এর বেশি পত্রিকার ডিক্লারেশন নেওয়া আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ৪০০ পত্রিকাকে চিহ্নিত করেছি ছাপা হয় না, হঠাৎ হঠাৎ ছাপা হয়। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব পত্রিকা বিজ্ঞাপন ও নিউজপ্রিন্টে ভাগ বসাচ্ছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকার অর্থে সাংবাদিকেরা উপকৃত হবেন। 

মন্ত্রী বলেন, `কিছু পত্রিকা হঠাৎ হঠাৎ বের হয়, যেদিন ক্রোড়পত্র পায় সেদিন বের হয়। এসব পত্রিকার সম্পাদক যিনি, তিনিই রিপোর্টার, তিনিই প্রকাশক, তাঁর একটা ব্রিফকেস আছে, পত্রিকাও ব্রিফকেসবন্দী; ব্রিফকেসে করে সেই পত্রিকা অফিসে অফিসে বিলি করে বেড়ান। আমরা এগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ২১০টির ব্যাপারে ডিসিদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। আরও ২০০-এর বেশি আছে। সেগুলো চিহ্নিত করা হয়েছে, ধীরে ধীরে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' 

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার প্রচারসংখ্যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রচারসংখ্যা বলা আছে ১ লাখ, ছাপায় ৫ হাজার। ১ লাখ ২০ হাজার প্রচারসংখ্যা বলে ছাপায় ২ হাজার। আমরা সেখানেও একটি শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছি। এ রকম অবাস্তব, ভৌতিক প্রচারসংখ্যা যুগের পর যুগ চলতে থাকবে, সেটি হয় না। সেখানেও একটা শৃঙ্খলা আমরা আনার চেষ্টা করছি।'

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন