হোম > সারা দেশ > ঢাকা

হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে সার্জিক্যাল ব্যবসায়ীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হয়রানি ও অযথা জরিমানা বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে আন্দোলন করছেন সার্জিক্যাল ব্যবসায়ীরা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন সময়ে মিটফোর্ড, বাবুবাজার, বিএমএ ভবনসহ সব মেডিকেল ও সার্জিক্যাল ব্যবসায়ীদের অযথা হয়রানি, জেল-জরিমানা করার প্রতিবাদে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি করছেন তাঁরা।

সার্জিক্যাল ব্যবসায়ীদের তুলে ধরা দাবিগুলো হলো—

ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হয়রানি করা যাবে না।

অভিযানের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

সোর্সের মাধ্যমে দোকানদারদের ওপর নজরদারি বন্ধ করতে হবে।

যদি সুনির্দিষ্ট কোনো দোকানদারের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, তাহলে ব্যবসায়ী সমিতির মাধ্যমে অভিযান করতে হবে। 

বৈধভাবে আমদানি করা পণ্য ঢালাওভাবে ডিএআরের অজুহাতে দোকানদারদের জরিমানা বা হয়রানি করা যাবে না।

উল্লেখ্য, র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলামের নেতৃত্বে র‍্যাব-১০ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় গত ২২ আগস্ট দুপুর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টাব্যাপী মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নকল গ্লুকোজ টেস্ট স্ট্রিপ, ভিটামিন ডি৩ ইনজেকশনসহ বিপুল পরিমাণ নিবন্ধনবিহীন ওষুধ এবং মেডিকেল ডিভাইস পাওয়া যায়, যা পরে যথানিয়মে জব্দ করা হয়। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

অভিযুক্ত ২৪টি প্রতিষ্ঠান ও ফার্মেসিকে মোট ৪২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহিদ ইসলামসহ অত্র দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক