হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাহাজে তেলের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ডকইয়ার্ডে সংস্কার চলা একটি জাহাজে তেলের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নুরুজ্জামান (২৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন শহিদুল ও ইউনুস নামে আরও দুই শ্রমিক। আজ বুধবার সকালে উপজেলার দড়িকান্দা এলাকায় সাংহাই-৮ নামের একটি জাহাজে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি রূপগঞ্জের কিং ফিশার ডকইয়ার্ডে সংস্কার করার জন্য আনা হয়েছিল।

নিহত শ্রমিক নুরুজ্জামান ঢাকার উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি জাহাজে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা হাসপাতালের কর্মকর্তা শাহজাহান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে জাহাজে কাজ করার সময় বিকট শব্দে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়। এতে নিহত হয় শ্রমিক নুরুজ্জামান। আহত হয় শহিদুল ও ইউনুস। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। শুনেছি ইউএস বাংলা হাসপাতালে একজন শ্রমিক মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। ওই শ্রমিকের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা করা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট