হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর-৫: আচরণবিধি লঙ্ঘনে নৌকার সমর্থককে জরিমানা, ২ জনের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করার দায়ে নৌকার সমর্থক সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জরিমানা এবং দুই কর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এক কর্মীকেও জরিমানা করা হয়েছে। 

গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বালুর মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। 

ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। অপর দিকে নৌকার পক্ষের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীকে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার চেষ্টাসহ পোস্টার ছিঁড়ে ফেলেন। বিকেলে ৪টার দিকে সাওরাইদ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা আয়োজন করা হলেও নৌকার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীদের সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সাওরাইদ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য সামসুল আলমকে ৩০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ ছাড়া একই সময় প্রশাসনের নিষেধ অমান্য করার অপরাধে নৌকার দুই কর্মী শফিকুল ইসলাম খন্দকার ও তাইফুর রহমান মোরসালিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা টাকা দিতে না পারায় তাঁদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থক মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে (৪৬) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুমকির অপর দুই সমর্থককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের কর্মী ও সাবেক মেম্বার সাওরাইদ এলাকার সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের দণ্ডপ্রাপ্ত দুজনকে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিধি অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ