হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় ব্যবসায়ীর মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন সুজন নামে মোটরসাইকেলের আরেক আরোহী। আজ রোববার রাত সাড়ে ৮টায় ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ মিয়া ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ঘোড়াশাল বাজারে ভাঙারির ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, রাতে মাসুদ ও তাঁর বন্ধু সুজন মোটরসাইকেলে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিগঞ্জ থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৮টায় শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা অতিক্রম করে ঘোড়াশাল রোডে আসার পথে সড়ক সংস্কারের একটি ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তাঁরা দুজন ছিটকে পড়েন। 

পরে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু