হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গাছ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পলাশী সরকারি কোয়ার্টারে সুপারিগাছ থেকে পড়ে অহিদুল আকন (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কোয়ার্টারের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

মৃত অহিদুলের রিকশার গ্যারেজের মালিক মো. বাবুল শেখ বলেন, ‘পলাশী সরকারি কোয়ার্টারের ভেতরে সুপারি পাড়তে উঠেছিল সে। সেখান থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় অহিদুল। পরে কোয়ার্টারের বাসিন্দারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। হাসপাতালে গিয়ে অহিদুলকে আহত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে ওই কোয়ার্টারে গিয়ে তার রিকশা পাওয়া যায়।’ 

মৃত অহিদুলের স্ত্রী মাকসুদা আক্তার জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। দুই ছেলে এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর নিজামবাগ এলাকায় থাকেন তাঁরা। রিকশার মালিকের কাছ থেকে জানতে পারেন অহিদুল পলাশী সরকারি কোয়ার্টারের ভেতরে সুপারি পাড়তে গাছে উঠেছিলেন। সেখান থেকে নিচে পড়ে যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ