হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে বিসিবি কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে নুন নাহার (২৪) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্রিকেট বোর্ড কর্মকর্তা জালাল ইউনুসের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। পুলিশের ধারণা, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

নুন নাহারের বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিত ছিলেন। 

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার রহমান জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এসআই আরও জানান, ছোটবেলা থেকেই নুন নাহার গুলশান-২-এর ৮১ নম্বর রোডে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরে ওই বাসার গৃহকর্তা তাঁকে বিয়ে দেন। তবে মাঝেমধ্যেই তিনি গ্রাম থেকে গুলশানের ওই বাসায় এসে কিছুদিন কাজ করতেন, আবার চলে যেতেন। সবশেষ গত ২ আগস্ট গুলশানের ওই বাসায় আসেন। 

এসআই ওয়ালিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করেন নুন নাহার। হঠাৎ অসুস্থ বোধ করেন এবং পরে ঘুমিয়ে পড়েন। সকালে আবার অসুস্থ বোধ করলে বাসার লোকজন তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুন নাহারের শরীরে কোনো আঘাতে চিহ্ন দেখা যায়নি। 

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান (অপারেশনস) জালাল ইউনুসের গুলশানের বাসায় কাজ করতেন নুন নাহার। হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক