কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মঞ্জিল মিয়া (৫৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের সুখিয়া বাজারের দক্ষিণে সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জিল মিয়া উপজেলার চরপলাশ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভ্যানচালক মঞ্জিল মিয়া ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। তাতে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।