হোম > সারা দেশ > ঢাকা

কসাই সেজে ছিনতাই, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করে আসছিল একটি চক্র। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে শরীরে মলমূত্র মেখে রাখত। এমন একটি চক্রের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

ওসি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), দুলাল খান (২২), আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড জব্দ করা হয়। 

ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গ্রেপ্তাররা কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করত। গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখত।’ 

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। আসন্ন ঈদ উপলক্ষে তাঁরা মাঠে নেমেছিল। কয়েক দিন ধরে তাঁরা গরু ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তাঁরা নতুন কৌশল গ্রহণ করে। কসাইয়ের বেশে থাকলে ছুরি চাপাতি নিয়ে সহজেই চলাফেরা করা হয়। তাই কসাইয়ের ছদ্মবেশ ধরে ধারালো অস্ত্র বহন করে ছিনতাই করে আসছিল চক্রটি।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ