হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় বনভোজন বাসেরও লাগবে পুলিশ অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনভোজন, শিক্ষাসফর এবং বিভিন্ন অনুষ্ঠানে বাসে যাতায়াতের জন্য তিন দিন আগে অনুমতি নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ বলা হয়, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট বা ডিএমপির ট্রাফিক বিভাগ অনুমতি প্রদান করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনে যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। এ জন্য যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না। তাই সকলকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ জানানো হলো।’ 

অফিস আদেশে বলা হয়, অনুমতি নেওয়ার জন্য পুলিশ কমিশনার, প্রধান কার্যালয়, ডিএমপি, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে গাড়ির রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। তিন দিন আগে অনুমতির জন্য আবেদন উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে। 

অস্থায়ী রুট পারমিট শুধুমাত্র আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে। ডিএমপির অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে রাখতে হবে এবং সড়কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে। কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যে কোনো সময় বাতিল করতে পারবেন। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে যায়। কিন্তু একটি ফিটনেসবিহীন গাড়ির কারণে মানুষের জীবনে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আনন্দ বিষাদে পরিণত হতে পারে। তাই আমরা চাচ্ছি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার না হয়। তাই এই আদেশ দেওয়া হয়েছে। যারা আবেদন করবেন তারা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেন। আমাদের উদ্দেশ্য স্পষ্ট। তবে ব্যক্তিগত কোনো গাড়ি এই আদেশের মধ্যে নেই।’ 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব