হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া মহাসড়কে পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, আহত ১০ 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসটির চালক ও হেলপারের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, ঢাকা থেকে মাওয়াগামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে, সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে ওভারটেক গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন থেকে একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার ছাড়া যাত্রীদের অবস্থা খুব একটা গুরুতর নয়।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু