কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের নির্দেশে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের নিয়ে ত্রাণসহ বন্যাকবলিত ওই এলাকায় ছুটে যান আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। পরে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আঙুর মিয়াকে নিয়ে গৌরিপুর, শিমুলতলা ও হাসারকান্দা গ্রামে যান। এ সময় ৩০০ বানভাসি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল এবং ১ কেজি লবণ।
এ সময় স্থানীয় সংসদ সদস্যের ভাগনে মুন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, অতিবৃষ্টি ও বন্যায় কটিয়াদী উপজেলার হাওরাঞ্চল, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়। সংসদ সদস্য নূর মোহাম্মদের নির্দেশে ওই এলাকার বন্যাকবলিত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।