হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ত্রাণসামগ্রী পেল বন্যাদুর্গত এলাকার ৩০০ পরিবার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের তিনটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের নির্দেশে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের নিয়ে ত্রাণসহ বন্যাকবলিত ওই এলাকায় ছুটে যান আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। পরে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আঙুর মিয়াকে নিয়ে গৌরিপুর, শিমুলতলা ও হাসারকান্দা গ্রামে যান। এ সময় ৩০০ বানভাসি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল এবং ১ কেজি লবণ।

এ সময় স্থানীয় সংসদ সদস্যের ভাগনে মুন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, অতিবৃষ্টি ও বন্যায় কটিয়াদী উপজেলার হাওরাঞ্চল, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যাকবলিত হয়। সংসদ সদস্য নূর মোহাম্মদের নির্দেশে ওই এলাকার বন্যাকবলিত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ