হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৪৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ৪৮ ঘণ্টা আগুন নেভানো ও উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস হাশেম ফুডস লিমিটেডের ভবনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে অগ্নি নির্বাপণ এবং উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
 
দেবাশীষ বর্ধন বলেন, আগুন এখন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়েছে। আর কোন মৃতদেহ পাওয়া যায়নি এবং আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবি না আসায় অভিযান সমাপ্ত করছি। কোন জায়গা থেকে আর কোন ধোঁয়া বের হচ্ছে না। তবে এখানে পুলিশ এবং মিলের ম্যানেজারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা অভিযান চালাবো।
 
এত দীর্ঘ সময় ধরে আগুন থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে প্রতিটা তলায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। এটি ফুড কোম্পানি হওয়ায় এখানে সেমাই, জুস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। এগুলো প্যাকেটিং ও বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কাগজ ছিল। এ ছাড়া প্রতিটি ফ্লোরে লোহার জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং কিছু কিছু জায়গায় তালাবদ্ধ ছিল। সেগুলো ভেঙে আমাদের কাজ করতে হয়েছে। এ জন্য এত দীর্ঘ সময় লেগেছে।
 
উপপরিচালক জানান, আগুন নেভানো ও উদ্ধার কাজে ব্যস্ত থাকায় আগুনের সূত্র এখনো আমরা জানতে পারিনি। তদন্ত কমিটি এটা বের করবে। ভবনটির ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। 

দেবাশীষ বর্ধন বলেন, মরদেহ নিয়ে আমরা কোন লুকোচুরি করিনি। আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবিদার নেই। যদি কেউ নিখোঁজ থাকে তাহলে পুলিশ এবং কারখানার ম্যানেজারের মাধ্যমে লিখিত আবেদন করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। 

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা