হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, আহত মা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আঁখি আক্তার। আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আঁখির মা ফরিদা ইয়াসমিন আহত হয়েছেন। আঁখি উপজেলার বাঁশতৈলের গায়রাবেতিল গ্রামের আব্দুল মিয়ার মেয়ে। তাঁর মা উপজেলার বাঁশতৈলের উত্তর পেকুয়া জাগরণী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

জানা গেছে, আঁখি আক্তার এ বছর উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আজ সকালে তাঁর মায়ের সঙ্গে মামা ফরহাদ মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় মির্জাপুরে পরীক্ষা দিতে আসেন। দুপুর ১২টার দিকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর-পাথরঘাটা আঞ্চলিক সড়কের ত্রিমোহন এলাকায় পৌঁছালে অটোরিকশার চালক সামনে থাকা বিদ্যুৎচালিত একটি রিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং সড়ক থেকে প্রায় ১০০ ফুট নিচে বংশাই নদে পড়ে তলিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন এসে আঁখির মা ফরিদা ইয়াসমিন, চালক ফরহাদ মিয়া ও অটোরিকশাটি উদ্ধার করলেও আঁখির খোঁজ মেলেনি। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বেল ২টার দিকে নদী থেকে আঁখির মরদেহ উদ্ধার করা হয়। 

আঁখির সহপাঠী হেলেনা আক্তার ও রিয়া আক্তার বলেন, রায়হান নামের এক যুবকের সঙ্গে আঁখির বিয়ে ঠিক করা ছিল। কথা ছিল পরীক্ষা শেষে অনুষ্ঠান হবে। 
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ