হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

ঈদে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রোববার বেলা সাড়ে ৩টায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেন কি না খোঁজ খবর নেন। 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে দায়িত্ব পালন করছে। 

ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে জনসমাগম হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান আইজিপি। 

তিনি আরও বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম), উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে যাত্রীরা নিরাপদে তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। 

পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে। সড়কের অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, এখনো যাত্রীসাধারণের চাপ তেমন বাড়েনি। সোমবার থেকে যাত্রীর চাপ বাড়বে। 

সতর্কভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘যাত্রাপথে সহযাত্রীদের দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ, এতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে এবং ঝুঁকি নিয়ে ট্রাকসহ কোনো বাহনে যাত্রী হয়ে যাবেন না।’

সড়কে নছিমন-করিমন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে যেন না পারে সে জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আইজিপি। এর আগে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টার পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান (ট্রাফিক, দক্ষিণ) ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ