হোম > সারা দেশ > ঢাকা

‘পরীমণিকে ছুঁয়ে দেখতে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে’

প্রতিনিধি, ঢাবি

পরীমণিকে তথ্য উদ্‌ঘাটনের জন্য নয় বরং ছুঁয়ে দেখতে বার বার রিমান্ডে নেওয়া  হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। আজ শনিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরীমণির  ন্যায় বিচার দাবিতে 'শিল্পীর পাশে' ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

পরীমণিকে  বারবার রিমান্ডে নিয়ে যাওয়া নিয়ে আজাদ আবুল কালাম বলেন,‘আপনারা তাঁর কাছ থেকে তথ্য উদ্‌ঘাটনের জন্য তাকে নিয়ে যাচ্ছেন না। বরং খুব কাছ থেকে তাকে দেখার জন্য নিয়ে যাচ্ছেন এবং সুযোগ খুঁজছেন ছুঁয়ে দেখা যায় কি-না ! না হলে তথ্য উদ্‌ঘাটনের জন্য সাত দিন আট দিন লাগতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা এক ধরনের নোংরামি।  

আজাদ আবুল কালাম আরও বলেন ,‘ পরীমণির  মুক্তি বা তার সুষ্ঠু বিচার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে অরাজকতা চলছে, লুটপাট, ধর্ষণ, বিচারহীনতা। তার বিপরীতে যেন এমন একজন লোককে পাওয়া গেছে যাকে সকল ধরনের নির্যাতন চলাতে যেতে পারে। এবং সে ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। আর সে মডেল বা অভিনেত্রী হলে তাহলে আরও ভালো। আমি জানি না এর পেছনে কারা রয়েছে তবে খুবই শক্তিশালী একটি পক্ষ রয়েছে।  ’

এ সময় নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, অভিনয় শিল্পী ঝুনা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রোম্মান রশীদ,নাট্য পরিচালক সেতু আরিফ,অভিনয় শিল্পী অনামিকা জ্যোতি, অভিনয় শিল্পী রাজদ্বীপা, চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ। এ ছাড়া  আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খাদিজা বেগম জোনাকি ও আসমা আলম।

সমাবেশ শেষে অপরাজিতা সঙ্গীতা আগামীকাল রোববার  বিকাল সাড়ে চারটায় শাহবাগ আবারও পরীমণির  মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য