হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছে শিশু বাসিত খান মুসা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসা (৭) দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছে। আজ শুক্রবার তাকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।

আজ বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিএমএইচে পৌঁছে নাদিয়া সুলতানা বাসিতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বাসিতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বাসিত তার দাদির সঙ্গে আইসক্রিম কিনতে বের হলে গুলিবিদ্ধ হয়। গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় তার দাদি মায়া ইসলামও গুলিবিদ্ধ হন এবং পরদিন মারা যান।

গুলিবিদ্ধ হওয়ার পর বাসিতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ২৬ আগস্ট তাকে সিএমএইচে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। পাঁচ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাসিত দেশে ফেরে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি