হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ছাদ থেকে পড়ে সাদিয়া ইসলাম নিঝু (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চাষাঢ়া বালুর মাঠের পেছনে রেললাইনের পাশ থেকে নিঝুকে উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিঝু প্রয়াত এমপি নাসিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী আলী হায়দার শামীমের মেয়ে। তিনি শহরে শান্তনা মার্কেটে ‘নিঝু বিউটি পারলার’ পরিচালনা করতেন। 

নিঝুর পরিবার জানায়, শরীরের ওজন বেড়ে যাওয়ায় প্রায়ই ছাদে হাঁটাহাঁটি করতেন নিঝু। প্রতিদিনের মতো আজও ছাদে হাঁটতে যান। এর মধ্যে বাড়ির পেছনে হাঁকডাক শুনতে পেলে জানতে পারি নিঝু নাকি নিচে পড়ে গেছে। নিঝুর শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। শাহজালাল বাদল দ্বিতীয় বিয়ে করার পর থেকেই অবসাদে ভুগতেন। 

নিহতের মা ঝর্না হায়দার বলেন, ‘আজ দুপুরে আমি আমার কাজ করছিলাম। আমাকে বলল ছাদে হাঁটতে যাই। একদিন আগেও বলেছিল, মা আমি ছাদে হাঁটতে গিয়ে পড়ে যেতে গিয়েছিলাম। পরে আমি বলেছি, আর ছাদে হাঁটা দরকার নাই। আজকেও হাঁটতে গেলে আমি গতকালের বিষয়টি স্মরণ করতে পারিনি। এরপরেই শুনি ছাদ থেকে পড়ে গেছে সে।’ 

পারিবারিক কলহ থেকে আত্মহত্যা করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে ঝর্না বলেন, ‘এমন কিছুই নেই এখন। আগের বিষয়গুলো এখন কোনো ইস্যু না। ছাদ থেকে পড়েই মারা গেছে। পারিবারিক বা অভ্যন্তরীণ কোনো ঝামেলা নেই।’ 

এ বিষয়ে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, ‘আমি প্রতিদিনের মতো আজকেও অফিসে কর্মরত ছিলাম। আমার শাশুড়ি হঠাৎ আমাকে ফোন করে বলেন নিঝু ছাদ থেকে পড়ে গেছে। আসার পরে আমার স্ত্রীর মরদেহ দেখলাম। শাশুড়ির কাছ থেকেই পুরো ঘটনা শুনলাম। পারিবারিক কোনো বিরোধ এখন নাই। চার পাঁচ দিন আগেই আমার বাসায় ছিল সে। ওর পারলার এবং বাচ্চার স্কুল কাছে হওয়ায় এখানেই (ঘটনাস্থলের বাসা) বেশি থাকেন।’ 

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুজ্জামান বলেন, ‘বেলা ১২টা ৪৫ মিনেটের দিকে নিঝুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’ 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ছাদ থেকে পড়েই নিঝুর মৃত্যু হয়েছে।’ 

গত বছরের ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক সম্মেলন ডেকে বাদলের বিরুদ্ধে অভিযোগ করেন নিঝু। এ সময় তিনি জানান, নিঝুকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন বাদল। তাঁর কোনো ভরণপোষণের দায়িত্ব নিতে চান না নিঝু। 

শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র। পাশাপাশি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ