হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোবাইল চুরি করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক যুবক হাতিরঝিলে ঝাঁপ দেয়। পরে সে লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর লেকের মাঝে তাঁর মরদেহ ভেসে উঠে। মারা যাওয়া এই যুবকের নাম শরিফ আহমেদ (২৭)। তিনি ঢাকার কড়াইল বস্তির খালেক কমান্ডারের বসতিতে ভাড়া থাকতেন। 

শরিফের স্বজনদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে দৌড়ানি দেয়। এ সময় গণপিটুনি থেকে বাঁচতে শরিফ লেকে ঝাঁপ দেয়। অনেক দূর পর্যন্ত সাঁতরানোর পরে হয়তো আর কুলাতে পারেননি। তাই ডুবে মারা গেছেন।’ 

মাজহারুল ইসলাম জানান, বিকেল চারটার পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর খোঁজ নিয়ে তাঁর স্বজনদের ডেকে আনা হয়। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

জানা গেছে, শরিফ ঢাকায় থাকলেও তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনির হোসেন, মায়ের নাম আয়েশা বেগম। 

এর আগে, প্রায় পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে তাঁর মরদেহ উদ্ধারে তল্লাশি চালায়। তবে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে বিকেল তিনটা পঁচিশ মিনিটে।

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা