হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোবাইল চুরি করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক যুবক হাতিরঝিলে ঝাঁপ দেয়। পরে সে লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর লেকের মাঝে তাঁর মরদেহ ভেসে উঠে। মারা যাওয়া এই যুবকের নাম শরিফ আহমেদ (২৭)। তিনি ঢাকার কড়াইল বস্তির খালেক কমান্ডারের বসতিতে ভাড়া থাকতেন। 

শরিফের স্বজনদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে দৌড়ানি দেয়। এ সময় গণপিটুনি থেকে বাঁচতে শরিফ লেকে ঝাঁপ দেয়। অনেক দূর পর্যন্ত সাঁতরানোর পরে হয়তো আর কুলাতে পারেননি। তাই ডুবে মারা গেছেন।’ 

মাজহারুল ইসলাম জানান, বিকেল চারটার পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর খোঁজ নিয়ে তাঁর স্বজনদের ডেকে আনা হয়। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

জানা গেছে, শরিফ ঢাকায় থাকলেও তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনির হোসেন, মায়ের নাম আয়েশা বেগম। 

এর আগে, প্রায় পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে তাঁর মরদেহ উদ্ধারে তল্লাশি চালায়। তবে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে বিকেল তিনটা পঁচিশ মিনিটে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন