হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি। 

মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি। 

রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। 

আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি। 

লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি। 

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। 

এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির