হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অগ্নিকাণ্ড থেকে কেউ শিক্ষা নেয় না

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ

আগুন লাগলে আমরা তৎপর হই। তার আগেই আমাদের তৎপর হতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সবশেষ তথ্যে আমরা জেনেছি ৫২ জন মারা গেছে। সেখানে এত বড় একটা কারখানা, ফায়ারের ড্রিল কবে করা হয়েছে, সেটা দেখতে হবে। ঠিকভাবে করা হয়েছিল কি না, তা–ও দেখতে হবে।

যে পরিস্থিতি দেখছি, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকেরা জানত না কোথা দিয়ে তারা বের হবে। এ ছাড়া কারখানা নাকি তালাবদ্ধ ছিল। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ২০১২ সালে তখন একই অবস্থা হয়েছিল, তালাবদ্ধ ছিল কারখানা। যার কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কারখানা তালাবদ্ধ রাখা যাবে না–এ বিষয়ে গুরুত্ব দিয়েছিলাম। কারখানা তালাবদ্ধ রাখার কারণে এত মানুষের মৃত্যু, এটা ফৌজদারি অপরাধ। শ্রমিক নেতারা বেতন কমা–বাড়ানো নিয়ে আন্দোলন করেন। কিন্তু নিরাপত্তা নিয়ে কথা বলেন না।
রূপগঞ্জের কারখানাটি ছয়তলার বিল্ডিং ছিল। নিময় হচ্ছে, আগুন লাগলে সবাই ছাদে চলে যাবে। ছাদের গেট বন্ধ ছিল কি না, সেটাও দেখতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক, আগুনে পুড়ে এত মানুষ মারা যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারখানার নিরাপত্তা নিয়ে তদন্ত করতে হবে। তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না।

ফায়ার সার্ভিসে পাঁচ বছর ছিলাম। ওই সময় বড় ঘটনা ছিল তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড। তখন আমরা যে তদন্ত রিপোর্ট দিয়েছিলাম তা বাস্তবায়ন হয়নি। আমাদের দুর্বলতা হচ্ছে, তদন্তের পর সুপারিশ বাস্তবায়ন হয় না। এটা সত্য, আগে তদন্ত রিপোর্ট আসত না, এখন তো রিপোর্ট আসে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু আমরা আগের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি না। ফলে এর পুনরাবৃত্তি ঘটছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ
সাবেক মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস